
ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। ছবি: দুর্য়বাংলা
সড়ক পথে না এসে একটি গণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেট হেলিকপ্টার R66 TURBINE চড়ে এলেন নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। হেলিকপ্টারে চলে আসার ফলে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে অনেক লোকের উপস্থিতি ছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর চিরাং ইউনিয়নের জনগণের উদ্দ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া খেলার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা-৩ আসনের বারবার আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত শিল্পপতি আওয়ামীলীগ নেতা সামছুল কবীর খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু বলেন, শিক্ষাকে প্রধান্য দিতে হবে। কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় জুয়া, মাদকের ব্যবহার ও ষাঁড়ের লড়াই চলবে না।
তিনি বলেন, এ সবের সাথে আমার কোন সম্পর্ক নেই। চিথেলিয়া সমাজ কল্যান উন্নয়ন সমিতির সভাপতি আতাউর রহমান খান ও অবসর প্রাপ্ত শিক্ষক হাসিম উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ও সালমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক আতাউর রহমান খান বলেন, এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু অসুস্থ থাকায় অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে আসতে বাধ্য হয়েছে। দুপুর ১২টায় তাকে হেলিকপ্টার চিথোলিয়া মাছে নামিয়ে দিয়ে চলে যায় আবার বিকাল ৪টার দিকে এসে নিয়ে যায়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রাজীব হোসেন বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে একটি প্রাইভেট হেলিকপ্টারে চড়ে এসেছিলেন এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। আমরা পুলিশের সহায়তায় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছি।
আরও পড়ুন: মসজিদ মাদ্রাসায় অনুদান দেন আমেরিকা প্রবাসী খায়রুল ইসলাম