ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে শ্রেষ্ঠ কেন্দুয়ার মারিয়া
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান এবং গল্প বলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কেন্দুয়ার মারিয়া সুলতানা।
সে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিনয় শিল্পী মাঈন উদ্দিনের কন্যা এবং কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মারিয়া উপজেলা ও জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছিল। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এখন জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
রবিবার (১০ মার্চ) বিকালের দিকে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট অডিটোরিয়াম, ময়মনসিংহে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক মো. আলী রেজা এবং ময়মনসিংহের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহানারা খাতুন।
কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকি বলেন ছোটকাল থেকেই মারিয়া লেখাপড়ার পাশাপাশি সহপাঠক্রম কার্যাবলিতে অংশ গ্রহণ করে মেধার স্বাক্ষর রেখেছে। আমি মারিয়ার সাফল্য কামনা করছি।আশা করি সে জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠান তথা কেন্দুয়ার সুনাম বয়ে আনবে।
আরও পড়ুন: দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে জামিন দিয়েছেন আদালত