কেন্দুয়ায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেছেন, একটি উপজেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিসহ সামগ্রিক উন্নয়ন করাই হলো মূল উন্নয়ন।
তিনি বলেন, এই উন্নয়ন করতে হলে সমাজের সকলকে আন্তরিক হতে হবে। যদি দয়া করে আমাকে কেউ নৈতিকভাবে চাপ প্রয়োগ না করেন তাহলে আমি আমার কেন্দুয়ায় ভালো কিছু উপহার দিতে পারব। আপনারা সহযোগিতার হাত বাড়ালে আমি ধন্য হব। প্রতিটি মানুষের কল্যানেই কাজ করব। এজন্য তথ্য বাতায়ন সব সময় খোলা থাকবে।
ব্যক্তিগত কিংবা সমষ্টিগত বিষয়ই হোক সব বিষয়েই শুনে কাজ করব। ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, আমি মুখে বলছি না হৃদয় থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। কেউ কোন নেতিবাচক প্রস্তাব নিয়ে না আসলে খুশি হব। সাহিত্য সংস্কৃতির চারণ ভূমি ঐতিহ্যবাহী কেন্দুয়াকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।
১৪ মার্চ বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জন প্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্যব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরে সুধিজনের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা,অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমি, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভাস্কর তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালি ও কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ আসাদুল করিম মামুন প্রমুখ।
আরও পড়ুন: সাংবাদিককে সাজা দেওয়ার ঘটনায় প্রত্যাহার হচ্ছেন নকলার ইউএনও-এসিল্যান্ড