কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন-১৪৩১ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯.০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ মঙ্গল শোভাযাত্রায় কেন্দুয়া সরকারি কলেজ,জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়, সাবেরুন্নেছা উচ্চবিদ্যালয়,সায়মাশাহজাহান একাডেমী, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা) , কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁঞা সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতের সুরে সুরে মঙ্ল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে শেষ হয়।
উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কেন্দুয়া পৌরসভার উদ্দোগে জমজমাট মেলার আয়োজন করা হয়েছে।