কেন্দুয়ায় ট্রাফিক ও পরিচ্ছন্নতা কাজ করছে শিক্ষার্থীরা
নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পুরাতন বাসষ্ট্যান্ডে ট্রাফিকের কাজ ও পাশের শহীদ মিনার অঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতায় কাজ করছেন ছাত্ররা। তার হ্যান্ডমাইক দিয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ কোন রকম সহিংসতা না করার জন্য অনুরোধ রাখেন।
ছাত্রদের পরিচ্ছন্নতা অভিযানে কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষক আতাউর রহমানকে অংশ নিতে দেখা গেছে। ছাত্ররা বাসষ্ট্যান্ডের মাঠের পাশের চায়ের দোকানগুলোও উঠিয়ে দেন।
ট্রাফিকের কাজে নিয়োজিত ছাত্ররা হ্যান্ডমাইকে সচেতনতামূলক কথা বলেন এবং মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন চলাচলে নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ আহমেদ জানান, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সমাজ সুন্দর রাখতে আমরা সবসময় কাজ করে যাবো।
আরও পড়ুন: বারহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পরিচ্ছন্নতার কাজ