কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা সন্জুর রহমান ভূঞা, পৌর বিএনপি নেতা সৈয়দ মাহমুদুল হক ফারুক, মজনু রহমান খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন ভূঞা, মোস্তাফিজুর রহমান খুকুমণি, বাচ্চু মিয়া প্রমুখ।
শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় বন্যাদুর্গতদের জন্য গানে গানে অর্থ সংগ্রহে নেমেছেন কুদ্দুস বয়াতী
মো. জিয়াউর রহমান