সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টার দিকে প্রথমে তারা মোহনগঞ্জ সাধারণ পাঠাগার সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জমিউল ইসলাম রাকিব, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদি চৌধুরী অপু, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান জকি ও মেহেদি হাসান ইমন প্রমুখ।
ছাত্রদল নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আমাদের ভাটিবাংলার সিংহ পূরুষ, আমাদের প্রিয নেতা সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলায় তাঁকে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। তাই অনতিবিলম্বে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানান বক্তারা।
হাফিজুর রহমান চয়ন