
দুর্গাপুরে গারো সম্পত্তির উত্তরাধিকার আইন বিষয়ক কর্মশালা
রুসা-বাংলাদেশ এর আয়োজনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি’তে রুসা- কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্পত্তির উত্তরাধিকারী ব্যবহারিক ভুমি আইন-বিষয়ক কর্মশালা আজ সকাল ১০.০০ ঘটিকায় অনুণষ্ঠত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. মোস্তাফিজুর রহমান উপজেলা সহকারী কমিশনার, ভুমি,দুর্গাপুর, নেত্রকোনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুসা’র নির্বাহী পরিচালক জনাব এম এন আলম, সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় জনাব জন ক্রসওয়েল ককসি, প্রকল্প পরিচালক রুসা, বাংলাদেশ।
এই কর্মশালার মুল লক্ষ ও উদ্দেশ্য হ’ল ক্ষুদ্র নৃ-গোষ্টরি সুবিধা বিঞ্চিত অসহায় ও নিরক্ষর মানুষ গুলি ভুমি সংক্রান্ত উত্তরাধিকারী পারিবারিক রীতি- প্রথা ও ব্যবহারিক আইন সম্পর্কে সচেতন করা। এমন ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠানের সভাপতি ও রুসার নির্বাহী পরিচালক জনাব এম এন আলমকে প্রধান আলোচক জনাব মো. মোস্তাফিজুর রহমান ধন্যবাদ জানান।
তিনি দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে সেশন পরিচালনায় অংশ নেন এবং বর্তমান আইন ও সরকারি সহায়তা তুলে ধরে গুরুত্ব পুর্ণ বক্তব্য রাখেন। তিনি রুসার সাফল্য কামনা করেন এবং এই ধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্যে রুসা,কে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরিশেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহনমুলক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ধৈয্যসহকারে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সমাপনির বক্তৃতায় সভাপতি বলেন- গরীব ও অসহায় মানুষের জন্যে কাজ করছে রুসা, বাংলাদেশ। তাছাড়া সমাজে ভালকাজ করতে চাই যার সুফল দৃশ্যবান হবে এবং মানুষ সুবিধা ভোগ করবে।
আরও পড়ুন: ধর্মপাশায় নারীকে মারধরের ঘটনার ১৩ দিন পর আদালতে মামলা
কলি হাসান