
নেত্রকোনায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিল সহ মোঃ এনামুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার রাতে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এনামুল হক দুর্গাপুর উপজেলার ভবদেবপাড়া গ্রামের আছানুল্লার ছেলে।
পুলিশ জানায়, দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায়্একটি ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো এনামুল। গোপন খবরে তার বাসায় অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ৫৩ বোতল ভাতরীয় ফেনসিডিল পাওয়ার পর তাকে আটক করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে এনামুলকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন