শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

রামগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে টোকেন দিয়ে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৭, ৫ জুন ২০২৩

রামগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে টোকেন দিয়ে চাঁদাবাজির অভিযোগ

রামগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে টোকেন দিয়ে চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে রিকশা ফেডারেশনের নামে টোকেন তৈরি করে রিকশাচালকদের থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মজিব উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে।

গতকাল সকালে পৌরশহরস্থ উপজেলা রিকশা ফেডারেশনের কার্যালয়ে রামগঞ্জ উপজেলা রিক্সা ফেডারেশনের সভাপতি বিল্লাল পাটওয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা। 

এসময় উপজেলা রিকশা ফেডারেশনের সভাপতি বিল্লাল পাটোয়ারী বলেন, সড়কে অটোরিকশা নির্বিঘ্নে চলাচল এর স্বার্থে গত বছর টোকেন এর মাধ্যমে রিক্সার লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয় রামগঞ্জ পৌর কর্তৃপক্ষ।

তার ধারাবাহিকতায় মেয়র আবুল খায়ের পাটওয়ারী টোকেন প্রতি ছয় শত টাকা নির্ধারণ করে তা আদায়ের দায়িত্ব দেন রিক্সা ফেডারেশনকে। ৬০০ টাকার মধ্যে ৫৩০ টাকা পাবে পৌরসভা আর বাকি ৭০ টাকা শ্রমিকদের কল্যানে সংগঠনের ফান্ডে জমা থাকবে। এমন চুক্তিও হয়েছিল পৌর মেয়র আর রিকশা ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে। 

সেসময় উপজেলা শ্রমজিবী সমবায় সমিতির সভাপতি ছিলেন মজিবুল্লাহ। সে সুযোগে উপজেলা রিকশা ফেডারেশনের নামে ভুয়া টোকেন ছাপিয়ে টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে মজিব উল্লাহ। 

উপজেলা রিকশা ফেডারেশনের হিসাব অনুযায়ী এ উপজেলায় দশ হাজার অটোরিকশা রয়েছে। সে হিসাবে টোকেন প্রতি রিকশা থেকে ৬০০ টাকা করে ১০ হাজার রিকশা খেকে মোট আদায় করা হয়েছে ৬০ লক্ষ টাকা। চুক্তি অনুযায়ী শ্রমিকদের কল্যানে রিক্সা প্রতি ৭০ টাকা হারে দশ হাজার রিকশা থেকে ফেডারেশনের তহবিলে জমা হওয়ার কথা সাত লক্ষ টাকা। কিন্তু ফেডারেশনের তহবিলে জমা না দিয়ে পুরো ৭ লক্ষ টাকা আত্মসাত করে তৎকালীন সভাপতি মুজিব উল্লাহ। 

এসময় তারা আরো জানান, মজিব উল্যাহ পাটওয়ারী, আবদুর রব, হেদায়েত সহ এই তিন জন আমাদের সংগঠনের নাম বিক্রি করে সংগঠনের ক্ষতি করেছে। আমরা চাই না এই মজিব উল্যাহ পাটওয়ারী যেন কৃষকলীগসহ আওয়ামী লীগের কোনো সংগঠনে না আসে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মুজিব উল্লাহ পাটোয়ারী আগে রিকশা শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি ছিলেন উল্লেখ করে বলেন, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। তারা (রিকশা ফেডারেশনের নেতৃবৃন্দ) যা বলেন তাই লিখেন।

রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মুজিব উল্লাহ ভুয়া টোকেন ছাপিয়ে রিকশা চালকদের থেকে চাঁদাবাজি করেছে। তাৎক্ষণিক ব্যাবস্থা নিতে গেলে মাপ চায় মুজিব উল্লাহ। তার পর থেকেই রিকশার লাইসেন্স দেয়া রয়েছে।  

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ রিক্সা ফেডারেশনের সহ-সভাপতি মজিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আমিনুল হক, টামটা ওয়ার্ড রিক্সা ফেডারেশনের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ প্রমুখ।

আরও পড়ুন: দরজার কবজার মতো করে সাজিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা