ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত-১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের দুধনই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারধর। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জমিতে বিষ দেওয়াকে কেন্দ্র করে জমির মালিক হারুনকে কুপিয়ে জখম করেছে একই এলাকার সেকান্দর আলীর পুত্র ছানোয়ার হোসেন গংরা।
১৩ মার্চ বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। হারুন মিয়া তার রোপিত জমিতে পোকা দমনের জন্য ঘটনার দিন দুপুরে বিষ প্রয়োগ করে।
এতে কোন সমস্যা হয়নি। ওইদিনই রাত ১০ টার দিকে হারুন মিয়া দুধনই তালতলা বাজারে চা খেতে গেলে ছানোয়ার হোসেন গংরা কথা কাটাকাটির এক পর্যায়ে হারুনকে ব্যাপক মারধরসহ রক্তাক্ত জখম করে ফেলে। হারুন বর্তমানে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে হারুনের স্ত্রী রুবিনা খাতুন ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের বিষয়ে এখনো কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান।
ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ বছির আহমেদ বাদল বলেন অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ছানোয়ার হোসেন প্রভাবশালী ও ইউপি সদস্য হওয়ায় ইউপি চেয়ারম্যানও ঝিমিয়ে পড়েছেন।
আরও পড়ুন: দুর্গাপুরে ৩৪০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ,আটক-১
মোহাম্মদ দুদু মল্লিক