বারহাট্টায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১৫
নেত্রকোনার বারহাট্টায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই নারীসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকী আহতদেরকে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া-গাইনপাড়া গ্রামের জুয়েল মিয়া (৩৮) ও একই গ্রামের ফটিক মিযার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া-গাইনপাড়া গ্রামের নূরুল হকের ছেলে জুয়েল মিয়ার (৩৮) পক্ষের লোকজনের সাথে একই গ্রামের আবুল মিয়ার ছেলে ফটিক মিযার (৪২) লোকজনের বেশ কিছু দিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
প্রায় ৪০ মিনিট সময় ব্যাপী চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে জেসমিন আক্তার (৩২), সুলতানা আক্তার (৩৫), সাইদুল হক (৬০), জুয়েল মিয়া (৩৮), রিপন মিয়া (২৫), সজিব মিয়া (৩০), রাখাল মিয়া (৩১), রেহান মিয়া (২২), মোহাম্মদ আলী (৩২) বকুল মিয়া (৪৫) রাকিব মিয়াসহ (২৬) কমপক্ষে ১৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত সাইদুল হক, রেহান মিয়া, রিপন মিয়া ও রাখাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে। তবে উভয় পক্ষের লোকজনই আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্থ থাকায় এ ব্যাপারে কোনো পক্ষই থানায় এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নায়েকপুর ইউপির ভিজিডি কার্ডধারীদের থেকে অর্থ আদায়ের অভিযোগ
হাফিজুর রহমান চয়ন