
দুর্গাপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের চারটি ঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে রেহেনা খাতুনের বিরুদ্ধে। ঘটনাটি সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার স্বপ্না দেবী হাজং এঁর বাড়িতে এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পৌর সদরের আমলাপাড়া এলাকার মৃত রাইদুল ইসলামের স্ত্রীর মোছা. রেহেনা বেগমের বিরুদ্ধে। তিনি ২০-৩০ জনের একটি দল নিয়ে ওই বাড়ির চারটি ঘর দুই ধাপে ভাংচুর করেছেন বলে জানান ভুক্তভোগী ওই এলাকার শহীদের স্ত্রী স্বপ্না দেবী হাজং।
গত বুধবার দুপুরে ওই বাড়িতে হামলায় বাড়িঘর ভাংচুর করার ঘটনাটি ঘটেছে। লিখিত বিবরণ ও সরেজমিন ঘুরে জানা যায়, ছায়ারানী হাজং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার এর সদস্য।
তিনি পাঁচ মেয়ে নিয়ে ৫০ শতাংশ জায়গা উপর বাড়িঘর নির্মাণ করে প্রায় ১০৮ বছর ধরে বসবাস করে আসছেন। ওই সবটুকু জায়গা ছায়া রানীর পিতা ও চাচার নামে আরওআর,আরএস রয়েছে। পরে ওই জমিটুকু বিআরএসে খাস খতিয়ানে অন্তর্ভূক্ত হয়।
পরে ছায়ারানী হাজং উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস থেকে লিজ নেন। পরে ওই লিজকৃত জায়গা থেকে স্বপ্না দেবী হাজংকে তিনশ টাকার ট্যাম্পমূলে পুরো জায়গাটা লিখে দেন। ওই জায়গায় স্বপ্না দেবী হাজং প্রায় ৫০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। তবে রেহেনার স্বামী মৃত রাইদুল ইসলামের ওই কালিকাপুর এলাকায় ধান চাষের জায়গা জমি রয়েছে।
ওই ফসলি জমির ধান কেটে স্বপ্না দেবী হাজং এর বাড়িতে মাড়াই করে পরবর্তীতে দুর্গাপুর পৌর সদরে নিজ বাসায় নিয়ে আসতেন। সেই সূত্র ধরে এই দুই পরিবারের মাঝে যথেষ্ট সখ্যতা ছিল। তবে রাইদুল ইসলাম মারা যাওয়ার পর দুই পরিবারের আসা যাওয়া বন্ধ হয়ে যায়। তবে রাইদুলের স্ত্রীর ধারণা স্বামী রাইদুল ইসলাম ওই সম্পত্তি কিনে দেন। এমন ধারণা থেকে সম্প্রতি স্ত্রী রেহেনা খাতুন
লোকবল নিয়ে ওই বাড়িতে গত ১৭ আগস্ট মঙলবার লেবার শ্রেণির লোকজন নিয়ে দুটি ঘরের বারান্দা সহ গ্রিলের দরজা ভাংচুর করা হয়। পরে ১৯ আগস্ট বুধবার দুুপুরে পুনরায় হামলা চালিয়ে চারটি ঘর সহ আসবাবপত্রাদী একেবারে ভেঙে ফেলে।
এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বাড়িঘর ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চাল বিতরণ উদ্বোধন
কলি হাসান