কেন্দুয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ইউপি সদস্যের হামলায় সাবিকুল (২৮) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাবিকুল উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চান মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাবিকুলের প্রতিবেশী চাচা তারা মিয়ার সাথে সাবিকুলদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। স্থানীয় ইউপি সদস্য নূরুল্লাহ তারা মিয়ার পক্ষ অবলম্বন করে আসছিলেন। এরই মধ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দোকানের সামনে অনেক দিন আগে সাবিকুলের একটি মোবাইল হারানোর বিষয় নিয়ে নূরুল্লাহ মেম্বারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূরুল্লাহ মেম্বার তার লোকজন নিয়ে সাবিকুলের উপর হামলা চালায়।
হামলায় সাবিকুল ও তার বন্ধু শরীফুল্লাহ মারাত্নক আহত হলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজারবাগ বি.এম.কে হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় রোববার (২৯সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মারা যান সাবিকুল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও ওসি তদন্ত ওমর কাইয়ূম ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আর কোন অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সে জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।
রাখাল বিশ্বাস