
ঠাকুরগাঁওয়ে জমিতে জবর দখল করে গাছ রোপনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বান্দিগড়ে জমি জবর দখলের মাধ্যমে দাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার মো: আরিফুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্পের সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, আরিফুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার হাবিবপুর মৌজার, জেএল নং-৩০, এস,এ খতিয়ান নং-১৬ এর অন্তগত ২৮৩ নং গাগে ৩ দশমিক ১২ একর জমি ক্রয় করে ভোগদখলে ছিল। ওই জমির খতিয়ানে সরফরাজ খাঁন চৌধুরীর নামে রেকর্ড ছিল। তার কাছ থেকে অভিযোগকারী আরিফুর রহমান ১৯৮৬ সালের ২ মার্চ ৩ হাজার ১৬৪ নং দলিলমূলে ক্রয় করে সেখানে আলু, ইক্ষু ও মূলাসহ বিভিন্ন ফসলাদি লাগিয়ে ভোগ দখলে ছিলেন।
এ অবস্থায় গত ৬ আগষ্ট বিকেলে ওই গ্রামের মো: নুরুজ্জামান (৩৮), মো: নাহিদ (৩২), মো: গংগরু (৫৫), মো: জালাল, মো: লুৎফর রহমান, মো: আরিফ, মো: কশিম উদ্দীন, মো: নুর ইসলাম, মো: শাহিন ও মো: হামিদুল ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলে নিয়ে গাছ রোপন করে বেদখল করেন। এ অবস্থায় উল্লেখিত জমির জবর দখলদারদের হাত থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আরিফুর রহমান।
আব্দুল আওয়াল