মোহনগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৭টি ল্যাপটপ চুরি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শুকদেবপুর-বানিয়াহারী এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এক দূর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরেরা ওই বিদ্যালয়ের দেওয়াল টফকে দু'তলায় উঠে সেখানে থাকা আইসিটি লার্নিং সেন্টার রুমের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ৭টি লেপটপ ও আইপিএসের ২টি ব্যাটারিসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরতলী বানিয়াহারী ইউনিয়নের শুকদেবপুর-বানিয়াহারী এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুর আড়াইটার দিকে মোহনগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্টান সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ অবস্থায় উপজেলার সুখদেবপুর-বানিয়াহারী এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী লাট মিয়া রাতে বিদ্যালয়টি দেখা-শুনার দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি বিদ্যালয়ের গেইটে তালা মেরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এরই সুযোগে চোরেরা বিদ্যালয়ের সামনের বারান্দার গ্রীল দিয়ে দেওয়াল টফকে ভবনের দু'তলায় উঠে।
পরে দু'তলায় থাকা আইসিটি লার্নিং সেন্টার রুমের তালা ভেঙে ভেতরে থাকা ৭টি লেপটপ ও আইপিএসের ২টি ব্যাটারিসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের নৈশ প্রহরী লাট মিয়া বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ১থেকে দেড়টা পর্যন্ত আমি বিদ্যালয়ের পাহারার দায়িত্বে ছিলাম। পরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে বিদ্যালয়ে যাই এবং দু'তলায় গিয়ে দেখি আইসিটি রুমের তালা ভেঙে ভেতর থেকে ৭টি লেপটপ ও আইপিএসের দুইটি বেটারী নিয়ে গেছে চুরেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুনজের তালুকদার বলেন, খবর পেয়ে বুধবার সকালে আমি বিদ্যালযে যাই এবং চুরি যাওয়ার বিষয়টি ইউএনও স্যারসহ থানা-পুলিশকে জানাই। পরে দুপুরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলেছি। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাফিজুর রহমান চয়ন