
কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় মামার হাতে ভাগনে নিহত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় মামা হক মিয়ার হাতে ভাগনে হারুন মিয়া (৩০) খুন হয়েছেন।
শনিবার সন্ধ্যার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া একই গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত হারুন ও তার মামা হক মিয়ার পরিবার একই গ্রামে বসবাস করতেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ চলত।
শনিবার বিকেলে হারুন তার মামার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মামাতো ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ নিয়ে উত্তেজিত হয়ে হক মিয়া ও তার পরিবারের সদস্যরা হারুনের বাড়িতে হামলা চালান। এ সময় হারুন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা শোকে বিহ্বল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।