শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১৮:১৩, ২ সেপ্টেম্বর ২০২৩

দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থা।

এ সময় বাকলজোড়া ইউনিয়নের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি - ২০২৩ এর ৭২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম শাহীন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, সাবেক শিক্ষক মজিবুর রহমান, গুজিরকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, বাকলজোড়া নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সংগঠনের প্রধান সম্বনয়কারী এসএম সাইফুল্লাহ,সাধারন সম্পাদক সুব্রত কুমার পাল, সদস্য শাহীন সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিবৃন্দ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করুন। এই সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: কলমাকান্দায় বিএনপির ২৮৫ নেতাকর্মীর নামে পুলিশের  মামলা