নুরুন্নাহার বেগম। ছবি: সংগৃহীত
নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নুরুন্নাহার বেগম। তিনি মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
জাতীয় শিক্ষা পদক কমিটি ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত সভায় গত ২ সেপ্টেম্বর নুরুন্নাহারকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত করা হয়।
ওই কমিটির সভাপতি জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নুরুন্নাহার ২৩ বছর যাবত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ইংরেজির শিক্ষক হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে। তিনি ইংরেজিতে টট ট্রেইনার। আনন্দঘন পরিবেশে তাদেরকে ক্লাস করানো, বিদ্যালয়ে বাগান করাসহ স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের ইংরেজিতে স্টোরি টেলিং ও ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজন করেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক মানবিক কাজে উদ্বুদ্ধ করে থাকেন নুরুন্নাহার।
প্রাথমিকের একাধিক শিক্ষক জানান, পারিবারের লোকজন ভিন্নমতের রাজনীতি করার কারণে বিগত সরকারের সময় যোগ্যতা থাকা সত্ত্বেও নুরুন্নাহারকে তাঁর প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্ছিত করা হয়েছে। তবে মেধাকে দমিয়ে রাখা যায় না। এই প্রাপ্তি তারই প্রমাণ।
শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় নুরুন্নাহার বেগম বলেন, ইতিবাচক কাজের স্বীকৃতি অবশ্যই আনন্দের। তবে এতে ভালো কাজের দায়িত্ব আরও বেড়ে যায়। প্রাথমিক শিক্ষা হলো একজন শিক্ষার্থীর মেধা মনন ও দেশপ্রেম গড়ার মূল ভিত্তি। এখান থেকেই তারা মেধাবী হওয়ার পাশাপাশি সামাজিক মানবিক হওয়ার ভিত্তি গড়ার পাঠ শুরু করে। আগামীতে ভালো শিক্ষার্থী গড়তে আরও বেশি মনোনিবেশ করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য নুরুন্নাহার বেগমের স্বামী মো. শাহজাহান আলম খান বিপ্লব। তিনিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: জাতীয়করণের দাবিতে মদনে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
হাফিজুর রহমান চয়ন