মোহনগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, দাবি আদায় আন্দোলনের উপজেলা সমন্বয়ক সহকারী শিক্ষক শাহজাহান আলম খান বিপ্লব, শিক্ষক আ ফ ম. আল মামুন, মোহাম্মদ আল আমীন খান, আলী মূসা জয়, আনিসুর রহমান শিপু, ইউসুফ আলী, মোসা. মণি আক্তার প্রমূখ।
এ ছাড়াও সহকারী শিক্ষকদের এ দাবির সাথে একমত পোষন করে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মুঃ রানা আসিফ, কামরুজ্জামান।
বক্তারা বলেন, "১০ম গ্রেড আমাদের দাবি নয, এ আমাদের অধিকার "। আমরা সহকারি শিক্ষকগণ প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের স্বীকার হচ্ছি। আমরা এ বৈষম্য কিছুতেই মানবো না। তাঁরা আরো বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমানের। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টরগণ বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে আমাদের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, তাই শিক্ষকদের প্রাণের এ দাবি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে।
অন্যথায় পরবর্তিতে তাঁরা সারাদেশে কঠোর কর্মসুচী দিবেন বলেও মানববন্ধনে হুমকি দেন বক্তারা। মানববন্ধন শেষে আন্দোলনকারী শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য সুজনকে কারাগারে প্রেরণ
হাফিজুর রহমান চয়ন