
জাতীয়করণের দাবিতে কেন্দুয়া নকল নবিশদের কর্মবিরতি জনদুর্ভোগ চরমে
চাকুরী জাতীয়করণের দাবিতে কেন্দুয়ার ৩০ জন নকল নবিশ ২৪ দিন ধরে এক টানা কর্ম বিরতি পালন করছেন। এতে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। নকল নবিশগণ বলছেন যতক্ষন পর্যন্ত তাদের চাকুরী জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্ম বিরতি পালন করে যাবেন।
প্রয়োজনে দেবেন বৃহত্তর কর্মসূচি। তারা চাকুরী জাতীয়করণের দাবিতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন নকল নবিশ রবিন খন্দকার, মোঃ আসাদুল্লাহ মিয়া , আবু ছালেক মিয়া, আরাফাত জাহান, প্রশান্ত চন্দ্র বিশ্বশর্মা, মোঃ মনিরুজ্জামান খান, মোঃ হুমায়ুন কবির ও আবুল কাশেম
মঙ্গলবার তাদের দেয়া স্মারক লিপিটি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছেন। নকল নবিশদের পক্ষে মোঃ হুমায়ুন কবির বলেন আমাদের কষ্টের কথা কেউ বুঝেন না। জনগণের কষ্ট হচ্ছে কিন্তু আমরা জনগণের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরছাপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন নকল নবিশ যারা আছেন তারা ২ সপ্তাহ ধরে কাজ করেন না । এতে আমাদের খুব কষ্ট হচ্ছে। স্মারক লিপি দিচ্ছেন নকল নবিশগণ।
আরও পড়ুন: দুর্গাপুরে জনগণের দুর্ভোগ লাঘবে বাঁশ-কাঠের ব্রিজ নির্মাণ করে দিচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল
সমরেন্দ্র বিশ্বশর্মা