
ছাত্রলীগ সরকারের আধিপত্য রক্ষায় লাঠিয়াল হিসেবে কাজ করতো-অধ্যাপক আনু মুহাম্মদ
“ছাত্রলীগকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল, যার কাজ ছিল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কমিশন খাওয়া এবং সরকারের আধিপত্য টিকিয়ে রাখতে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা।”
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নেত্রকোনার রাজুর বাজারে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) অস্থায়ী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, “গত দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে ভয়ঙ্কর দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, যেখানে ক্যাম্পাসগুলো পাণ্ডা বাহিনীর কার্যক্রমের কেন্দ্রে পরিণত হয়েছে। হলগুলো যেন নির্যাতন ও হত্যার কারখানায় পরিণত হয়েছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুরু থেকেই নির্যাতনের মুখে পড়তে হয়েছে এবং সংগঠনের কার্যক্রমে বাধ্য করা হয়েছে। এটাই কি বিশ্ববিদ্যালয়ের সঠিক চিত্র? আমরা এমন বিশ্ববিদ্যালয় চাই না।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেহাবি’র উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী জেবুন্নাহার বর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ মো. নুরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ এবং শেহাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছা পারভীন।
স্বাগত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের প্রভাষক শিহাব উদ্দিন সুমন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ছাত্র মো. রাজীব মিয়া।
অনুষ্ঠানে শেহাবি’র বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধে পূর্বধলায় বিক্ষোভ