দুর্গাপুরে ৫ গুনীজন ব্যক্তিকে সংবর্ধনা দিল জলসিঁড়ি পাঠাগার
নেত্রকোনার দুর্গাপুরে গতকাল শুক্রবার বিকেলে গাভীনা গ্রামে স্থাপিত জলসিঁড়ি পাঠাগারের বার্ষিক অধ্যয়ন সভায় একুশে পদক প্রাপ্তিতে কবি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরকে সংবর্ধনা প্রদান ও শিক্ষাব্রতী আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার, তথ্যচিত্র নির্মাতা সেন্টু রায়, শিশু সাহিত্যিক নিশাত সুলতানা, কবি আলতাফ শাহনেওয়াজ, পাঠাগার কর্মী মোহাম্মদ শাহনেওয়াজকে জলসিঁড়ি সম্মাননা প্রদান ও পাঠকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে, সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, নেত্রকোণা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ (রুহী)।
আলোচনা করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার, এম রকিবুল হাসান, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, কবি আব্দুল্লাহ হক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, গবেষক আলী আহম্মদ খান আইয়োব, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন, শিক্ষাব্রতী জুঁই মানকিন প্রমুখ।
২০১২ সাল থেকে জলসিঁড়ি পাঠাগার শিশুদের আত্মজাগরণে পাঠাভ্যাস কর্মসূচি ও লেখক সংস্কৃতিজনদের সম্মাননা প্রদান করে যাচ্ছে।
আরও পড়ুন: জয়পুরহাটে শিশু অপহরণকরী মানিক র্যাবের হাতে গ্রেফতার
কলি হাসান