খালিয়াজুরীতে পপি দিশারী প্রকল্পের সংযোগ সভা অনুষ্ঠিত
নেত্রকোণার খালিয়াজুরীতে পপি দিশারী প্রকল্পের আয়োজনে মহিলা নেত্রী এবং সরকারী দপ্তরের মধ্যে এক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩/০৫/২০২৩ ইং তারিখ সকাল ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে নারী নেত্রী ও সরকারী দপ্তরের সাথে আন্ত:সম্পর্ক তৈরি, সরকারী পরিসেবা সমূহ জানা ও প্রাপ্তির সুযোগ তৈরি করার লক্ষই ছিল সভার মূল উদ্দেশ্য।
উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম তৌকির আহমেদ, পপি-দিশারী প্রকল্পের মনিটরিং অফিসার মশিউর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইছহাক সহ দলের মহিলা নেত্রীগণ।
সভায় নারীর স্বাস্থ, অধিকার, ক্ষমতায়ন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা নিরসন এবং সকল দপ্তরের সাথে নারীদের আরও আন্তরিক ও দায়িত্বশভ‚ ভূমিকা পালন করতে হবে বলে বক্তারা জানান।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে হোয়াটসঅ্যাপে পরিদর্শন