শ্রীনগরে প্রতিবন্ধীসেবা সম্পর্কিত সচেতনতামূলক উঠান বৈঠক
শ্রীনগরে সামাজিক প্রতিবন্ধীতা দুরীকরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধী ব্যক্তির যত্ন নিয়ে থাকেন এমন কেয়ার গিভারদের প্রতিবন্ধীসেবা সম্পর্কিত বিষয় ও তাদের দ্বারা ভিক্ষাবৃত্তি না করানোর জন্য নিরুৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে রেহেনা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামে স্থানীয় মহিলা ইউপি সদস্যর বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রেহেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের সভাপতিত্বে ও কুকুটিয়া ইউনিয়নের (৪, ৫, ৬নং ওয়ার্ড) মহিলা ইউপি সদস্য জাকিয়া সুলতানা রুজী এবং ইউপি সদস্য (৬, ৭, ৯নং ওয়ার্ড) রেখা বেগমের সহযোগিতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন কুকুটিয়া ইউপি সদস্য, প্যালেন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম শেখ। এ সময় বিভিন্ন ওয়ার্ডের প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।