শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

কেন্দুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

প্রকাশিত: ১৫:১৪, ১৪ আগস্ট ২০২৩

কেন্দুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কেন্দুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

"একের রক্ত অন্যের জীবন,  রক্তই হোক আত্মার বন্ধন" এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (১৪ আগষ্ট) সকালে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। 

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বলে জানা কেন্দুয়া থানা পুলিশ।   

কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, কেন্দুয়া-আটপাড়া সার্কেলের এএসপি হোসাইন মুহাম্মদ ফারাবী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসকে উপলক্ষ্য করেই নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ স্যারের একান্ত ইচ্ছায় নেত্রকোনা জেলার সবকয়টি থানায় একযোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হচ্ছে। 

কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষেরই রক্তের গ্রুপ জানা থাকা প্রয়োজন।

তিনি আরো বলেন, আপনাদের কোন আত্মীয় যদি অসুস্থ অবস্থায় হাসপাতালে রক্তের প্রয়োজনে ছুটাছুটি করে, তখন যদি আপনার রক্তের গ্রুপ জানা থাকা, তাহলে রক্ত দিয়ে তাৎক্ষণিক এই মূমুর্ষ রোগীর জীবন বাঁচাতে সহযোগীতা করতে পারবেন বলে তিনি জানান।  

এসময় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী, সিনিয়র শিক্ষক মো.রুকন উদ্দিন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক  জিয়াউর রহমান জীবন,মো. মুজিবুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: খুলনায় পিটুপি ফার্নিচারের শো-রুম উদ্বোধন