দুর্গাপুরে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ কর্তৃক নারী উন্নয়ন ফোরামের নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে ২২ জন নারী সদস্যদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান,
একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।
ঝুমা তালুকদার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক ভাবে সাবলম্বী করার প্রয়াসে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আপনাদের সেলাই মেশিন দেয়া হলো। একটি সেলাই মেশিন দিয়ে একটি পরিবার চেষ্টা করলে চলতে পারে। আপনারা যারা সেলাই মেশিন পেয়েছেন কাজ করে স্বাবলম্বি হওয়া কেনো ব্যাপার নয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় নিবন্ধনহীন হ্যাচারী পরিচালনার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা