মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

প্রকাশিত: ২০:৪৮, ২ অক্টোবর ২০২৩

বারহাট্টায় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

বারহাট্টায় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

“শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতে বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহমাদ, বারহাট্টা থানার ওসি (তদন্ত) স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ছন্দু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।

এছাড়াও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির তার বক্তব্যে জানান, শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ। তারাই আগামী দিনের পৃথিবী গড়বে। তাই তাদের অধিকার সুনিশ্চিত, মানসিক বিকাশে সহায়তা করা বেশি গুরুত্বপূর্ণ। এই লক্ষে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

আরও পড়ুন: পূজা যতই ঘনিয়ে আসছে শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798