দুর্গাপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ জয়িতাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেয়া হয়েছে। এবার সমাজ উন্নয়নে এ সম্মাননা পেলেন মুর্শিদা আকন্দ। তিনি সুসঙ্গ পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সম্মাননাপ্রাপ্ত অন্য চারজন হলেন -সফল জননী হিসেবে আয়েশা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যে সুরভি মান্দা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন গড়ায় নীশা রানী সাহা এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন আসমা আক্তার।
‘‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম প্রিন্স। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা,আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি, প্রাণী সম্পদ কর্মকর্তা শিলা রানী দাস,ওসি উত্তম চন্দ্র দেব,প্যানেল মেয়র নুরুল আকরাম খান সহ অনেকে।
শ্রেষ্ঠ জয়িতা সম্মাননাপ্রাপ্তরা বলেন,এই সম্মাননা তাদেরকে আরো বেশি অগ্রসর করে তুলবে। আরো ভালো কাজে প্রেরণা জোগাবে। এসময় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।