মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৮:৫৯, ১৬ জুন ২০২৩

বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোণার বারহাট্টায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশনের পশ্চিমপার্শ্বে অবস্থিত গ্যাংকোয়ার্টার মসজিদের কাছে এই ঘটনা ঘটে। হেনা ওই গ্যাংকোয়ার্টারের বাসিন্দা ওমর ফারুকের (৩২) স্ত্রী।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মোঃ ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের বারহাট্টা স্টেশনে নেমে আসা যাত্রীরা রেললাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেয়। পড়ে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়িকে অবহিত করে। ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হেনার স্বামী ওমর ফারুক বলেন, অন্যান্য বারের মতোই গত রাতে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে পড়ি। রেল লাইনের পাশেই আমাদের বাসা। হৈচৈ শুনে আম্মা বাসা থেকে বেড়িয়ে গিয়ে রেল লাইনের উপর হেনার মরদেহ দেখতে পান এবং ফিরে এসে আমাকে ঘোম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। আমাদের চার বছরের দাম্পত্য জীবন, কোন সমস্যা ছিল না।

আরও পড়ুন: কলমাকান্দায় ১৪মাস বয়সী শিশু পানিতে ডুবে মৃত্যু


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798