বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ২০:৫২, ১৫ জুন ২০২৩

বারহাট্টায় রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

বারহাট্টায় রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় রাস্তা সংস্কারে নিম্ন মানের খোয়া ব্যবহার, পুরাতন ইট ব্যবহার ও রাতের আঁধারে রাস্তার কাজ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর থেকে বরইতলা বাজার পর্যন্ত  এক কিলোমিটার ৩৮০ মিটার রাস্তা সংস্কারে এ অনিয়মের অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে নিরব রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
 
এলাকাবাসী জানায়, রাস্তাটি সংস্কারে ঠিকাদার তার মন মতো কাজ করছেন। পুরাতন ইট ও খোয়া এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে। নতুন ইটগুলোও মানসম্মত নয়, খুবই নিম্ন মানের। এমনকি নিয়ম ভেঙে রাতের আঁধারে এই রাস্তায় কাজ করানো হয়। বাধা দিলে কারো কথা তারা শুনেন না। 

শেখেরপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও জাকির জানায়, রাস্তাটা সংস্কারে যত প্রকারের অনিয়ম করা সম্ভব তার সবটুকুই করছেন ঠিকাদার। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জেনেও কিছু বলছে না। সড়কটি খুড়ে পুরাতন খোয়া ও ইট বের করে সেগুলো আবার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে। নতুন ইট যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোও নি¤œ মানের। রাতের আধারে এই রাস্তার কাজ করা হয়। যেন এসব অনিয়ম মানুষ দেখতে না পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি। 

বারহাট্টা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রামভদ্রপুর থেকে বরইতলা থেকে পর্যন্ত ১৩৮০ মিটার রাস্তাটি সংস্কারে বরাদ্দ ৬০ লাখ টাকা। এ কাজের ঠিকাদার রুবেল মিয়া। ঠিকাদার রুবেল মিয়াকে এ বিষয়ে জানতে একাধিকবার দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। পরে এ কাজের সাব-ঠিকাদার স্থানীয় রমজান মিয়া বলেন, নিয়মানুযায়ী পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নতুন ইট এতে ভালো মানের পাওয়া যায় না। তবে যতটুকু সম্ভব ভালো মানের ইট দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ তদারকি আছে তাই অনিয়ম করার সুযোগ নেই। 
 
এ বিষয়ে বারহাট্টা এলজিইডির  প্রকৌশলী অমিত দে চন্দ্র দে বলেন, পুরাতন ইট ও খোয়া ব্যবহার করতে দোষ নেই। এগুলো তারা আমাদের কাছ থেকে কিনে নিয়েছে। তবে নতুন যে নিম্ন মানের ইটগুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে। 

আরও পড়ুন: চোরাই মালামাল বিক্রির সময় দুই যুবক আটক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808