
বারহাট্টায় জনতা ব্যাংকের ৯২৩তম শাখা উদ্বোধন
নেত্রকোনার বারহাট্টায় জনতা ব্যাংকের ৯২৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বারহাট্টা পূর্ব বাজারে মনসুর ভবনের ২য় তলায় এ শাখা উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্ব ও জনতা ব্যাংক বারহাট্টা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী খন্দকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক রফিক
আহমেদ ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, নেত্রকোণা জনতা ব্যাংকের এরিয়া ইনচার্জ আ.ন.ম আলমগীর আদেল, সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ।