গৌরীপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার ১৪৩১ বঙ্গাব্দ পহেলা বৈশাখ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বরের আম তলা থেকে বনার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরশহরে প্রধানসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আন্জুম পপি।
আরো বক্তব্যা রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্জুমানারা বেগম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু,সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।
এসময় মঙ্গল শোভযাত্রায় অংশ গ্রহন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদে,শফিকুল ইসলাম মিন্টু,জসীম উদ্দিন আহমেদ,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতা অপু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল গফুর, পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার,সাবেক পৌর কাউন্সিলার আব্দুল কাদির,সহমাধ্যমিক,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে উপজেলা শিল্পকলা একাডেমিকের আয়োজনের সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
আরও পড়ুন: বারহাট্টায় বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
হুমায়ুন কবির