বিরামপুরে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে সোমবার (২২ এপ্রিল) দিনব্যাপী পুষ্টি মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খানপুর ইউনিয়নের বড় নেটাশন পিভিসিতে সংস্থাটির বকুলতলামোড় পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত পুষ্টি মেলায় রান্না প্রদর্শনী, কুইজ, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় সামাজিত উন্নয়ন কেন্দ্র (কিশোরী) এবং মা ও শিশু ফোরামের সদস্যরা।
মেলায় সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক মোল্লা রফিকুর রহমান, টিও-নিউট্রিশন মো. মেহেদী আলী, এমআইএস ইরফান হাবিব, সহকারি শাখা ব্যবস্থাপক রিতা দত্তসহ জনপ্রতিনিধি ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন: গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
কংকনা রায়