দুর্গাপুরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ সন্ত্রাসবিরোধী পদযাত্রা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরে এ পদযাত্রার আয়োজন করে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার কাকলী। এ পদযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নারী, পুরুষ, ছাত্র, যুবকরা অংশগ্রহন করে।
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার কাকলী বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে আজ আমরা দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী পদযাত্রা করেছি।
বাংলাদেশের ছাত্র সমাজ স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। এখন শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে কলকাঠি নাড়ছেন।
সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে।রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন শারমীন আক্তার কাকলী।
কলি হাসান