
ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার-১
অভিযোগ সূত্রে জানা যায় ১৩ মার্চ রাত্র অনুমান ৮ ঘটিকার সময় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নানার বাসা হইতে ডিম কিনে আনতে দোকানে যাওয়ার সময় শামবিন কৌশলে জোর পূর্বক ঐ ছাত্রীকে তপনবিন এর একতলা ফাকা বাসার ছাদে নিয়ে একাধিক বার ধর্ষণ করে।
মেয়েটি রক্ত খরনে পর্যায় ক্রমে অসুস্থ হয়ে পড়লে ৩ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিন্তু বেদনা নাশক ঔষধে কোন কাজ না হলে পুনরায় ৩ জুন মচিম হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানান মেয়েটি একাধিকবার ধর্ষিতা হয়েছে। তখন মেয়েটির বাবা মা বিশ্বজিৎ বিন, সাবেত্রী বিন তাকে জিজ্ঞাসা করলে সে জানায় শামবীন ধর্ষণ করেছে।
এ ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং ১৪ তারিখ ৪/৬/২০২৩ ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের নির্দেশে পুলিশ আসামি শামবিনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করেছেন।
আরও পড়ুন: ঝিনাইগাতীর বাতিয়াগাঁও গ্রামে রাস্তার জন্য জন দুভোর্গ পোহাচ্ছে!