মোহনগঞ্জে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেফতার-৩
মোহনগঞ্জে ফাতেমা সুলতানা রেহেনা (২১) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী এডভোকেট সাহিত্য মুরসালিন সহ পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে নিহতের পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেয়ের স্বামী এডভোকেট সাহিত্য মুরসালিনসহ পরিবারের ৫ জনকে আসামি করে হত্যার অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সাহিত্য তার বড় ভাই হারুন অর রশিদ, ভাবী নাসিমা আক্তার কে গ্রফতার করে।
শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াটি গ্রামে স্বামীর বসতঘরে ফ্যানের গলায় ওরনা প্যাচানো ফাঁসিতে ঝুলন্ত রেহেনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মামলা সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের ওয়ালি আহমেদ এর ছেলে এডভোকেট সাহিত্য মুরসালিন এর সাথে ৮ মাস আগে ফেনী জেলার পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে ফাতেমা সুলতানা রেহেনার বিয়ে হয়।বিয়ের কয়েক মাস পর রেহেনা জানতে পান সাহিত্য মুরসালিন এর ২০১২ সালের বিয়ে করা আরো এক স্ত্রী রয়েছে। সে আগে থেকেই সাহিত্যর পেশাগত কারনে ঢাকায় বাসা নিয়ে তারা দুজন থাকেন। কিন্তু সন্তান না হওয়া দ্বিতীয় বিয়ে করেন সাহিত্য। এ বিষয় জানার পর থেকেই তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো : দেলোয়ার হোসেন জানান হত্যা মামলার অভিযোগ পেয়ে স্বামী সহ পরিবারের তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ও লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মাসুম আহম্মেদ