শুধুমাত্র টাকা আত্মসাৎ পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন!
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে। শুধু টাকা আত্মসাৎ পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন!
সরজমিনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়ে অসন্তষ্টি প্রকাশ করেছেন।
এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহা আলম সহ নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন । মহারশি নদীর পূর্ব পার্শে বন্যায় ক্ষতিগ্রস্থ ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ করা কাজের জন্যে জামালপুর পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে কাজটি করার জন্যে স্বপ্না এন্টার প্রাইজ পায়। স্বপ্না এন্টার প্রাইজ কাজটি পেয়ে ঝিনাইগাতী জনৈক্য আব্দুল ওয়াহাবের নিকট চার লাখ টাকায় বিক্রি করে দেয়।
আব্দুল ওয়াহাব আবারও ২ লাখ ৭০ হাজার টাকায় আরেক জনের নিকট কন্ট্রাক করে দেয়। নিয়ম নিতি কে তোয়াক্কা না করে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করার ফলে জনমনে প্রশ্ন উঠেছে । অভিযোগ আছে প্রায় দশ লাখ টাকা বরাদ্ধের মধ্যে আরেকটি ভাংঙনের কাজ রয়েছে । কিন্তু ওই ভাংঙনটি ইতি মধ্যেই মহিলা সিদ্দিকা মাদ্ররাসার দক্ষিণে ভাংঙ্গনের কাজ মাদরাসার কর্তৃপক্ষ আগেই মেরামত করে নেয়। সেখানে অল্প কাজ করতে হবে তাহলে সেই অর্থ মাদরাসায় দেওয়া প্রয়োজন বলে এলাকাবাসী জানায়।
উপজেলা চেয়ারম্যান এস,এম,আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন বর্ষার আগেই বাঁধটি নির্মানের কাজ শেষ করতে হবে । কোন অনিয়ম মেনে নেওয়া যাবে না। প্রায় দশ লাখ টাকার কাজ এখন সাফ ঠিকাদারের মাধ্যমে ২লাখ ৭০ হাজার টাকায় কাজ হলে কাজের মান নিন্মমানের হবে। এখানে টিকশই বাধ নির্মাণে যে অর্থ সরকার বরাদ্ধ দিয়েছে তা দিয়ে কাজটি হলে এলাকাবাসীর জন্যে ভালো হবে।
ইউএনও ফারুক আল মাসুদ পরিদর্শনের সময় বলেন মাটি কাটা বরাদ্ধ প্রায় ৫লাখ টাকা যে জায়গা থেকে মাটি নেওয়া হবে সেই জমির মালিকদেরকে ও মাদরাসাতে অর্থ প্রদানের নির্দেশ ও প্রকৃত ঠিকাদারকে কাজ বাস্তবায়নের জন্যে আদেশ সহ সচ্ছতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত বছর মহারশি নদীতে রাক্ষসি বন্যায় বেড়িবাঁধ ভেঙে নদীর তীরবর্তী এলাকায় শত শত হেক্টর জমি সহ ঘরবাড়ি বিধবস্ত হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। এর ফলে কৃষকরা গত আমন ও বোর ফসল থেকে বঞ্চিত হয়ে পড়েছে । এলাকাবাসী বর্ষার আগেই বাধ নির্মাণ ও অনিয়ম বন্ধ করার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: ধর্মপাশায় ব্রেস্ট ক্যান্সার রোগীর পাশে কেয়ার সাইন ফাউন্ডেশন