ময়মনসিংহ সদরের পরানগঞ্জে এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে একটি পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিন্ম মানের সামগ্রী ব্যবহার পাশাপাশি সিডিউল না মেনে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের তদারকির মাধ্যমে সঠিক কাজ করার দাবী জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী ।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ মোড় হইতে পরানগঞ্জ সিএনজি বাসস্ট্যান্ড পযর্ন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকারণ করার কাজ চলছে।
তবে প্রজেক্টের ব্যয় সংক্রান্ত কোন তথ্য সম্বলিত সাইনবোর্ড দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সরজমিনে গিয়ে কাজের কোন সাইনবোর্ড চোখে পড়েনি । কাজের শুরু থেকেই নির্মাণ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে। রাস্তাটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে এবং অনিয়মের ফলে সরকারি বরাদ্দের টাকা হরিলুট অবমূল্যায়ন জনদুর্ভোগের শিকার হবে এতেকরে এলাকাবাসীর রাস্তাটি কোন কাজে আসবেনা মনে করছেন স্থানীয় এলাকাবাসী। যেখানে ৮ ইঞ্চি মেকাডম করার কথা সেখানে ৪ ইঞ্চি মেকাডম করে রাস্তায় পিজ করা হচ্ছে, দুই পাশে ৩ ফুট করে ৬ ফুট রাস্তা মানহীন ইট দিয়ে নতুন রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে।
কাজের সিডিউলে সাফ বৈইস অর্ধেক বালু অর্ধেক খোয়া ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত বালি । সাবেক রাস্তার মেকাডম ৬ ইঞ্চি নতুন 2 ইঞ্চি মোট ৮ ইঞ্চি করে নির্মাণ কাজ করার কথা সেখানে ৪ ইঞ্চি করে কাজ করছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এভাবে রাস্তাটি নির্মাণ করা হলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দেখভালের কথা থাকলেও তারা কোন খোঁজখবর নিচ্ছেন না বলেও অভিযোগ করেন স্হানীয়রা। এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম নিম্নমানের বালি খোয়াসহ অনুপযোগী সামগ্রী ব্যবহার করছেন।
এলাকাবাসীর দাবী রাস্তাটি নির্ধারিত সিডিউল মোতাবেক সঠিকভাবে নির্মাণ কাজ বাস্তবয়ানের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন।।
সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন রাস্তাটি পূর্বে ১০ ফুট ছিলো এখন দুইসাইডে ৩ ফুট করে ৬ ফুট বাড়িয়ে ১৬ ফুট রাস্তা করা হচ্ছে । যেহেতু পুরাতন রাস্তা তাই মেকাডম ২ ইঞ্জি ধরা হয়েছে। এবং কয়েকজন ঠিকাদার মিলে রাস্তাটি করায় কিছু সমস্যার সৃষ্টির কারনে কাজ আপাতত বন্ধ রয়েছে । আমরা সঠিক কাজ বুঝে নিবো বলে প্রতিবেদককে জানিয়েছেন ।