
পূর্বধলায় সাউণ্ড সিস্টেমের দোকানে চুরি, দুই ভাই গ্রেফতার
নেত্রকোনার পূর্বধলায় ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকানে চুরির ঘটনায় আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সাউণ্ড সিস্টেম, আইপিএস ও ইলেকট্রনিক্স পণ্য উদ্ধার করা হয়। রোববার (২০ আগস্ট) বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের দারগ আলীর ছেলে মহসিন মিয়া (২৫) ও মোতাহার হোসেন (২১)। এর আগে শনিবার দিবাগত রাত তিনটার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৩ আগস্ট রাতে পূর্বধলার বালুচড়া বাজারে মোফাজ্জল নামে এক ব্যবসায়ীর ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকান ঘরে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সাউণ্ড সিস্টেম, আইপিএস ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স পণ্যসহ প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ব্যবসায়ী মোফাজ্জল শনিবার সকালে পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানসহ একটি টিম চোর গ্রেফতার ও মালামাল উদ্ধারে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই দু’জনকে শনিবার দিবাগত রাত তিনটার দিকে দুর্গাপুর উপজেলার নাজিরপুর থেকে গ্রেফতার করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বারহাট্টা উপজেলার বাউসি বাজারের একটি দোকান থেকে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়। পূর্বধলা থেকে সাউণ্ড সিস্টেম, আইপিএস ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স পণ্যগুলো চুরি করে বাউসি বাজারে নিজেদের দোকানে রেখেছিল গ্রেফতার হওয়া দুই ভাই।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ পর্যন্ত চুরি হওয়া চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আরও কিছু মালামাল রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান চালানো হবে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: কলমাকান্দায় ঋণের চাপে ছেলের আত্মহত্যার সাত মাস পর বাবার রহস্যজনক মৃত্যু