রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নৌকা বাইছ খেলা কমিটির অনিয়মের বিরুদ্ধে ইসলামপুরে মানববন্ধন

প্রকাশিত: ২০:৩১, ৩ অক্টোবর ২০২৩

নৌকা বাইছ খেলা কমিটির অনিয়মের বিরুদ্ধে ইসলামপুরে মানববন্ধন

নৌকা বাইছ খেলা কমিটির অনিয়মের বিরুদ্ধে ইসলামপুরে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চোকাইবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার যমুনা নদীর ঘাটে নৌকা বাইছ প্রতিযোগিতায় অনিয়ম দুর্নীতি এবং প্রকৃত বিজয়ী তুফান নৌকাকে পুরস্কার না দিয়ে অবৈধভাবে অন্য নৌকাকে পুরস্কার দেওয়ায় স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে তুফান নৌকা সমর্থক ও বাইছেলদের আয়োজনে ইসলামপুর উলিয়া বাজার তুফান নৌকা ঘাটে ঘন্টা ব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বাইছেল মুঞ্জু, আসাদ, আরিফ ও জাহাঙ্গীর সহ অনেকেই বক্তব্য রাখেন।এসময় বাইছেলরা তাদের পুরস্কার ন্যার্য পুরস্কার প্রাপ্তিসহ কমিটির অনিয়মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য যে, গত ১ অক্টোবর দেওয়ানগঞ্জ উপজেলার চোকাইবাড়ি ইউনিয়নে যমুনা ফুটানী ঘাটে নৌকা বাইছ প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলা উলিয়ার তুফান ও দক্ষিণ ধর্মকুড়া বাংলার সম্রাট নৌকা খেলায় অংশ গ্রহণ করে তুফান নৌকা বিজয় হয় কিন্তু কমিটির লোকজন অনিয়ম দূর্নীতি করে প্রকৃত বিজয়ী তুফান নৌকাকে পুরস্কার না দিয়ে অবৈধভাবে অন্য নৌকাকে পুরস্কার দেয়। এ নিয়ে গ্রামবাসীর মাঝে চর উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: গৌরীপুরে ৬১ টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808