পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!
ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আরাজী চৌন্ডীপুর গড়েয়া রোড এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে ইউসুফ আলী নামে এক ব্যাক্তি। শুক্রবার (২৩ আগষ্ট) গভীর রাতে পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।পূর্ব আরাজী চৌন্ডীপুর গড়েয়া রোড এলাকায় এঘটনা ঘটে পরে সাংবাদিক কে বলেন, প্রায় অনেক দিন ধরে পুকুরের জায়গা ভারা নিয়ে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। শুক্রবার রাতে ইউসুফ আলী নামে এক ব্যাক্তি কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান পুকুরের মালিক ইউসুফ।
এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন এলাকা বাসী। প্রথমে আমরা গ্যাসের জন্য মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, ইউসুফ আলী এলাকার সন্ত্রাস মানুষকে নানান ভাবে হেন্থা করে থাকে। আমার সাথে তার ব্যক্তি গত ভাবে রেশারেশি ছিল। তাই আমার ক্ষতি করার চেষ্টা করে। তাই আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম ফিরোজ ওয়াহিদ বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আব্দুল আউয়াল