
মোহনগঞ্জে নারী কাউন্সিলরের বাসভবনে দূর্ধর্ষ চুরির অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রুমা আক্তারের বাসভবনে এক দূর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চোরেরা কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওয়ার্ডড্রপে থাকা নগদ ২৫ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই নারী কাউন্সিল বাদি হয়ে মোহনগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে পৌরসভার ১-২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল রুমা আক্তারের টেঙ্গাপাড়া এলাকার বাসভবনে এ চুরির ঘটনাটি সংঘটিত হয়।
অভিযোগ থেকে জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত ফজলুল হক পল্টুর স্ত্রী নারী কাউন্সিলর রুমা আক্তার গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তিনি তাঁর মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে রুমা আক্তার ঘুম থেকে জেগে উঠেন। এসময় তিনি ঘরের পেছনের দরজা খোলা থাকতে দেখে তাঁর মনে সন্দেহ দেখা দেয়।
এসময় সঙ্গে সঙ্গে তিনি ঘরের বিদ্যুৎ বাতি জ্বালিয়ে দেখেন চুরেরা তাঁর ওয়ার্ডড্রপের দরজা খোলে ভেতরে থাকা নগদ ২৫ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম বলেন, আমি সবে এ থানার দায়িত্ব নিয়েছি। তবে এ বিষয়টি খোঁজ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: দুর্গাপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগ
হাফিজুর রহমান চয়ন