বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বিদ্রোহী কবি

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ মে ২০২৩

বিদ্রোহী কবি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

মসজিদের পাশে চির শায়িত আছো প্রিয় কবি,
দীপ্তিমান তুমি দীপ্তময় জনতার, 
মনের উজ্জ্বল ছবি।

তুমি সকল মানুষের মনে ভাবনার প্রেমগাঁথা মালা,
তুমি বেদনার ব্যথা দ্রোহের শব্দের ভাষার বর্ণমালা।

তুমি মুক্ত পাখির মত বনলতা জ্ঞানের তটিনীর সমান্তরাল,
তুমি চির উজ্জীবিত মুক্ত মনের প্রেমময়- দুঃখ ব্যথার মনোবল।

তোমার অগাত জ্ঞানের ভাণ্ডার সাহিত্য জগতে রেখে করেছো মনোচঞ্চার,
তোমার কলমের লিখা বাণী রবে পৃথিবীতে চির অম্লান তৃষ্ণার্ত প্রাণের সঞ্চার।

অন্তহীন অনিবার্য হয়ে রবে অমর কাব্যগাঁথায়
তুমি নিভৃতে কাব্যময় প্রতিবাদ করেছ মানুষের জীবনের দুঃখ কথা।
তার জন্য জেল কেটেছো তবু পিছু হাটনি সাহস ছিলো সর্বদা।

তোমার বিদ্রোহীর কলম চলতে লাগলো সত্যের ন্যয় পথে
আসে না যত ঝর তুফান মাননি বাঁধা চলেছো সঠিক পথে।

আরও পড়ুন: ময়মনসিংহে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798