শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

ফিরে এসো

প্রকাশিত: ০৬:১৩, ১০ জুন ২০২৩

ফিরে এসো

গুলশান আরা রুবী

ফিরে এসো প্রিয় সব কিছু ভুলে হৃদয়ে আমার-
যেন ফুলে ফুলে ভরে ওঠে শুকনো বাগান আবার!
যেন পাট খুলে যায় বন্ধ দরজার-
মৃত শরীর যেন ফিরে পায় প্রাণ।

হাতে রাখ হাত,খুলে যাক পল্লব আমার!
যেন চোখ দেখে অপূর্ব সৌন্দর্য তোমার-
ফিরে এসো!ফিরে এসো এ জীবনে আবার।।

চোখ কুলে দেখো আমি এসেছি ,
তোমার সম্মুখীন দেখো চেয়ে আমি আছি পাশে।

চারিপাশে প্রকৃতি বনলতার সাথে 
আমি আছি ফুলের ভীতরের কলি সাথে ।

তুমি দেখো চোখ খুলে একবার দেখো
চেয়ে আমি ফুলে ঝাকে মধ্য শাখে।

আরও পড়ুন: নকল সোনার বার দেখিয়ে প্রতারণা: প্রতারক আটক