মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ছায়ায় খুঁজি

প্রকাশিত: ২১:৪২, ৬ আগস্ট ২০২৩

ছায়ায় খুঁজি

ছায়ায় খুঁজি

যন্ত্রণার ভার কে নিতে চায় 
প্রীতি ছোঁয়া সবাই কি পায়
শুদ্ধস্বর শুনতেই তো চাই 
কেউ আছো শুনাবে ভাই।

হিংস্র-জিজ্ঞাসা ভুলে 
হৃদয়ে যতনে তুলে
হাসি-মাখা মুখ তুলে
প্রেমের ফুয়ারা খুলে...

আপন করে নাও 
অপেক্ষায় রয়েছে যে 
নিঃস্বার্থ ভালোবাসায়।

ছায়ায় খুঁজি প্রতিচ্ছবি-
নিত্য নতুন রূপে তোমার।
এতো দুঃখ এতো যন্ত্রণা
যত ক্ষত হৃদয়ের মুছবে।

আরও পড়ুন: ডেঙ্গু


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798