কেন্দুয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন
"শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি, সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা।
তিনি আরো বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই শিশুদের পরিপূর্ণ বিকাশ সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া। বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ।
এসময় ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান, মাহাবুব আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোনায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা