বারহাট্টায় মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোনার বারহাট্টায় অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবাসহ মনির হাসান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ০২.০৫ ঘটিকার সময় আসমা ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক বেচাকেনা ব্যবহৃত একটি হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়। মনির হাসান নেত্রকোণা সদর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল হাই করিমের ছেলে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশসূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে পুলিশের চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া খেলা ও মাদকবিরোধী অভিযান জোরদারসহ পুলিশি-টহল বৃদ্ধি করা হয়েছে। এই অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার এসআই মোঃ সুমন মিয়া তার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিদের আটক করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা জানান আটককৃত ব্যক্তিকে শুক্রবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র চাঁদরায়ের জমিদারি, বিদ্রোহ দমন ও প্রেম কাহিনী