
গুলশান আরা রুবী
হাওরের ডাঙ্গায় বসে কোন এক বিকেলে
সূর্য ডুবার গোধূলির বেলায়
দেখেছিলাম চেয়ে তাহার প্রাণে
সন্ধ্যায় হিমেল হাওয়ায়।
সাগরে উত্তাল ঢেউ করছে ছলাৎ ছল ছল
পড়েছে এসে আমার আঙ্গিনায় সে জল,
শেষ সময়ে এসে দোলা দিয়ে যায়
আমার অন্তরের বিরহ বেদনায়।
স্মৃতির আভাসে বট বৃক্ষের ছায়ায়
সেই দৃষ্টির ছবি মনেরী আয়নায়,
গৌধূলীর সন্ধ্যার আকাশে জ্বলবে অজস্র সুখ তারা আলোর প্রদীপ নিয়ে।
আমার মনেরই আকাশে জ্বলবেনা আর আলো
আমি নিঃস্ব আমি স্তব্ধ আমি নিথর,
গৌধূলীর যাওয়া জীবনের শেষ বেলায়
সূর্য অস্ত যাওয়ার মত সব স্মৃতির পাতা
শেষ হবে সেতো কোন এক দিন।
ভুলিয়ে দিয়ে যায় অন্তর খানি
দখিনা হাওয়ায় উড়ে যাবে জানি
নিজের পালিত কত যত্নের রাখা পাখি।
সে চলে যাবে কিছু না বলে তার আপন নীড়ে
আর আসবে না ফিরে আর করবে না আনাগোনা সব মানুষের ভীরে।
দেখেছিলাম হাওরে ডিঙ্গায় বসা
এক মাঝি ভাই হঠাৎ করে লুঠিয়ে পড়ল।
চলা পথে কখন কি হবে কেউ জানি না
তাহার মুখে ছিল অট্ট হাসি হঠাৎ সব নিমিষেই তো শেষ হল ,
জীবন টা বেশ নিষ্ঠুর কখন যে চলে যাবে কেউ বলতে পারেনি।
সে-তো আর ফিরে আসবে না কখনো জানি,
কোন একদিন সন্ধ্যার লগনে আর আসবো না ফিরে আমি
যখন শেষ হবে লোকান্তর প্রাপ্তি তা মানি।
আরও পড়ুন: রাস্তা নিয়ে সংঘর্ষের জের কলেজ ছাত্রকে মারপিট: থানায় মামলা