বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রক্তকণিকা

প্রকাশিত: ২২:১৮, ২৪ মে ২০২৩

রক্তকণিকা

রক্তকণিকা

খোলাসা আচরে কাটছে জীবন, 
খুঁজেছি অমৃত সুধার অমূল্য ধন।

এক সাঁকো থেকে অন্য সাঁকো পার হই,
খুঁজতে খুঁজতে শ্বাস বায়ু কমতে থাকে ততই।
একটি জীবনের খুঁজেছি মধুর প্রীতিপদ কোথায় আছে সই।

আনন্দ উল্লাসিত সমাবেশে খুশির আয়োজন 
নতুন কিছু পেতে গিয়ে পুরাতন টুকু নেই প্রয়োজন।

জানতে চায়নি আর পিছনের বাস্তবতার কারণ অযথায়  অধরায়, 
সব সুখ মিশে গিয়েছে নতুন আরাধনায়।

পুড়েছি আমি অন্তত আগুনে যা কখনো জানা ছিলো না,
বুক ছিড়ে ব্যথার সিন্দুক বিন্দু  বিন্দু রক্তকণিকা ভরছে সইতে যে আর পারছি না।

এ পৃথিবীর মিছে জীবনের মাঝে এত মায়াজালে আবদ্ধ ,
জানি বেঁচে রবো না তারপর ও আমাদের বিবেক হয় না শুদ্ধ ।

কবে বুঝতে পারবো যেখান থেকে এসেছি ফিরে যেতে হবে একদিন সবাই,
তবে কেন ভুলে যাই এই মিথ্যে রঙ মহলে এসে মিথ্যে আয়োজনে সবই ।

তখন কেউ কারো সাথী হবে না 
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন ,
এটাই দুনিয়ার নিয়ম একা পথের যাত্রী একা যাব চলে তখন।

আরও পড়ুন: ময়মনসিংহে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798